ঢাকা, বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৭


খেলা
অবসরের পর আবেগঘন বার্তা ম্যাথিউসের

অবসরের পর আবেগঘন বার্তা ম্যাথিউসের

অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে ভালোবাসায় ভাসছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। গলে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি ছিল তার শেষ আন্তর্জাতিক টেস্ট। খেলা শেষে বিদায়ি বক্তব্যে তিনি জানালেন, কেমন ছিল তার দীর্ঘ পথচলা। আবেগঘন বক্তব্যে ম্যাথিউস বললেন, ‘অবসর ঘোষণার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কল্পনাতীত। আমি সত্যিই আপ্লুত। যারা আমাকে শুরু থেকে সমর্থন করেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এটা সহজ এক যাত্রা ছিল না—অনেক উত্থান-পতনের মধ্যে দিয়েই যেতে হয়েছে। কিন্তু সমর্থনের জন্যই টিকে থাকতে পেরেছি। ’ টেস্ট ক্রিকেটকে ‘সেরা ফরম্যাট’ আখ্যা দিয়ে বলেন, ‘এই ফরম্যাট থেকে বিদায় নেওয়া খুবই আবেগের বিষয়। কারণ এটাই আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট ছিল। এখন সময় হয়েছে তরুণদের হাতে ব্যাট তুলে দেওয়ার।’ বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ দারুণ এক টেস্ট ম্যাচ খেলেছে। মুশফিক ও শান্ত অসাধারণ ব্যাট করেছে। পাথুমও ভালো করেছে।’ নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো এবং নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা—এই দুটো জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এটা পুরো দলের সম্মিলিত সাফল্য।’ শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি কৃতজ্ঞ সব খেলোয়াড়, কোচ এবং ভক্তদের প্রতি—যারা শুরু থেকে আমার পাশে ছিলেন। আপনাদের ভালোবাসা আমার জীবনের অন্যতম প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে।’

বাংলাদেশ
জীর্ণ ভবনে জনবল সংকট দায়সারা সেবায় ধুঁকছে ডাকঘর

জীর্ণ ভবনে জনবল সংকট দায়সারা সেবায় ধুঁকছে ডাকঘর

পুরনো জরাজীর্ণ ভবনে চলছে দৈনন্দিন কার্যক্রম। নেই প্রয়োজনীয় জনবল ও আধুনিক ব্যবস্থাপনা। ২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত একটি হিসাবও খোলা সম্ভব হয়নি। সাধারণ সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। অথচ পোস্ট অফিসের সামনে টানানো হয়েছে ডিজিটাল ব্যানার। লেখা হয়েছে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’। এমন চিত্র খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রধান ডাকঘরের। খোঁজ নিয়ে জানা গেছে, ডাকঘরটিতে বর্তমানে অনুমোদিত ২০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৯ জন কর্মকর্তা-কর্মচারী। নেই হিসাবরক্ষক ও কোষাধ্যক্ষ (ট্রেজারার)।


এ কারণে পোস্টাল অপারেটররাই হিসাবরক্ষকের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, পোস্টম্যানের জন্য বরাদ্দ দুটি পদের মধ্যে একজন মাত্র কর্মরত রয়েছেন। ফলে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। জনবল সংকটের কারণে সেবার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি সরেজমিনে ডাকঘরটিতে গিয়ে দেখা যায়, ভবনটি একেবাইরেই জরাজীর্ণ। ফাইলপত্র থেকে শুরু করে হিসাব- সবই চলছে পুরনো পদ্ধতিতে। ফলে একটি সাধারণ হিসাব খোলার জন্য গ্রাহকদের দিনদিন ঘুরতে হয়, ফিরতে হয় হতাশ হয়ে। অভিযোগ রয়েছে, সেবাগ্রহীতাদের সঙ্গে অসহযোগিতা এবং দায়িত্ব এড়ানোর প্রবণতা স্পষ্ট এই কার্যালয়ে। স্থানীয় বাসিন্দা অধ্যক্ষ ফারুকুর রহমান বলেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই যুগে এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এতটা দুর্বল ব্যবস্থাপনায় চলবে তা কল্পনার বাইরে। সেবাগ্রহীতারা প্রতিদিন এসে ফিরে যাচ্ছেন। অথচ কার্যকর কোনো সমাধান নেই। অনেকে বাধ্য হয়ে বিকল্প আর্থিক প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে। মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ ও ব্যবসায়ী সাধন দে বলেন, রামগড় প্রধান ডাকঘরের বর্তমান চিত্র উদ্বেগজনক। জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ, আধুনিক ডিজিটাল ব্যবস্থা চালু এবং দায়িত্বশীল মনোভাব ছাড়া এই অচলাবস্থা থেকে মুক্তি সম্ভব নয়। ডাকঘরে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার গিয়াসউদ্দিন বলেন, রামগড় ডাকঘর জেলা পর্যায়ের প্রধান ডাকঘর । কিন্তু জনবল সংকট ও প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে বহু সেবা ব্যাহত হচ্ছে। নতুন হিসাব খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় নেটওয়ার্ক ও সফটওয়্যারবিষয়ক জটিলতায় এখানে নতুন হিসাব খোলা সম্ভব হচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


সকল

খবরের ভিডিও