গলে প্রথম টেস্টের আগে অনুশীলনে আঙুলে ব্যথা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কলম্বোতে দ্বিতীয় টেস্টের আগে একই আঙুলে আবার ব্যথা পেয়েছেন নাজমুল। আজ দলের অনুশীলনের সময় আঙুলে বল লাগে তার।
আরো পড়ুন
অধিনায়কত্ব না অভিশাপ?
অধিনায়কত্ব না অভিশাপ?
যদিও এই মুহূর্তে ভয়ের কিছু নেই।
ব্যথা পাওয়ার বিষয়টি নাজমুল নিজেই কলম্বোতে থাকা কালের কণ্ঠের এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি এটাও জানিয়েছেন, আপাতত তাকে নিয়ে ভয়ের কিছু নেই। স্লিপ ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পাওয়া নাজমুল আজ আর ব্যাটিং অনুশীলন করেননি।
আরো পড়ুন
টেস্ট অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত
টেস্ট অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের শেষটি শুরু হবে আগামী পরশু থেকে। প্রথম টেস্ট ড্রয়ে শেষ হয়েছে। গলে সেই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন নাজমুল।