ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ পাওয়া একটি রাষ্ট্রীয় প্রকল্পে কাজ হয়েছে মাত্র ২ শতাংশ। অথচ প্রকল্প কার্যক্রম স্থগিত হওয়ার আগেই অনুমোদনের বাইরে ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। কে এই অতিরিক্ত ব্যয়ের অনুমতি দিল, কোন চুক্তির ভিত্তিতে এত বড় কাজ হয়েছে—প্রকল্প কাগজপত্রে তার কোনো জবাব নেই। এভাবে পুরো প্রকল্পে হয়েছে রাষ্ট্রীয় অর্থের ব্যাপক লুটপাট।