শিষ্য কেমন তা ভালোই জানেন গুরু। এই বিশ্বাস থেকেই এনামুল হক বিজয়ের ওপর আস্থা রাখছেন ফিল সিমন্স। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বিজয় ভালো করতে না পারলেও বাংলাদেশি ওপেনার শক্তিশালী হয়ে ফিরবেন বলে বিশ্বাস বাংলাদেশের কোচের।
আগামীকাল কলম্বো টেস্টে শুরুর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন এমনটাই জানিয়েছেন সিমন্স।
৬২ বছর বয়সী কোচ বলেছেন, ‘এনামুল হক সবে টেস্ট ক্রিকেটে ফিরেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সে ভালো ব্যাটিং করেছে। সে একটি টেস্ট খেলেছে। এখানে দুই ইনিংস পেয়েছে।
আমি নিশ্চিত সে শক্তিশালী হয়ে ফিরবে।’
আরো পড়ুন
মেসির শরীরজুড়ে ট্যাটু, পেছনে কী গল্প লুকিয়ে আছে?
মেসির শরীরজুড়ে ট্যাটু, পেছনে কী গল্প লুকিয়ে আছে?
দ্বিতীয় টেস্টে খেলবেন কি না তা না জানালেও সিমন্সের কথা শুনে আশায় বুক বাঁধতে পারেন বিজয়। কোচের কথায় কলম্বো টেস্টে সুযোগ পাওয়ার ইঙ্গিত মিলেছে। যদি সুযোগ পান তাহলে নিশ্চয়ই গুরুর আস্থার প্রতিদান দিতে চাইবেন তিনি।
যদিও গল টেস্টের দুই ইনিংসে করেছেন ০ ও ৪।
আরো পড়ুন
শাস্তি পেলেন রেকর্ড গড়া পন্ত
শাস্তি পেলেন রেকর্ড গড়া পন্ত
কলম্বো টেস্টে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামবেন বলে জানিয়েছেন সিমন্স। সেই আত্মবিশ্বাসের খোরাক জোগাবে গল টেস্ট। ক্যারিবিয়ান কোচ বলেছেন, ‘গল টেস্টে যেভাবে খেলেছি তাতে আমাদের অনেক আত্মবিশ্বাস বেড়েছে। আসলে এটা এরকমই হয়।
আপনি যদি শুরু থেকেই ভালো খেলেন তাহলে সেই আত্মবিশ্বাস পরের টেস্টেও প্রভাব রাখবে।’