ঢাকা, শুক্রবার ২২ আগস্ট ২০২৫

৭ ভাদ্র ১৪৩২, ২৯ সফর ১৪৪৭

মিরাজকে হুমকি মনে করছেন না শ্রীলঙ্কার অধ...
মিরাজকে হুমকি মনে করছেন না শ্রীলঙ্কার অধিনায়ক

মিরাজকে হুমকি মনে করছেন না শ্রীলঙ্কার অধিনায়ক

বুধবার ২৫ জুন ২০২৫ Admin Admin ১১ views
মেহেদী হাসান মিরাজ কলম্বো টেস্টে ফেরায় খুশি ফিল সিমন্স। মিরাজ ফেরায় ব্যাটে-বলে দলের শক্তি বাড়বে বলে মনে করেন বাংলাদেশি কোচ। কেননা গত দুই বছরের সেরা টেস্ট ক্রিকেটার তিনি। নাজমুল হোসেন শান্তর পর (৮৭৯) ১৪ টেস্টে ৮২৩ রান করেন বাংলাদেশের দ্বিতীয় রান সংগ্রাহক মিরাজ। উইকেটেও দ্বিতীয় তিনি। ৫৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের পরেই সর্বোচ্চ ৫৪ ‍উইকেট নিয়েছেন তিনি। আরো পড়ুন কলম্বোয় মিরাজকে অন্যরাও সমর্থন দিক, চাওয়া সিমন্সের কলম্বোয় মিরাজকে অন্যরাও সমর্থন দিক, চাওয়া সিমন্সের মিরাজ দুর্দান্ত ছন্দে থাকলেও দ্বিতীয় টেস্টে তাকে হুমকি হিসেবে দেখছেন না ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কার অধিনায়ক বলেছেন, ‘মিরাজকে সেভাবে হুমকি হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্ট খেলেছে। সে দেশের হয়ে দারুণ করেছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে। ’ আরো পড়ুন বিজয় শক্তিশালী হয়ে ফিরবে, নিশ্চিত বাংলাদেশি কোচ বিজয় শক্তিশালী হয়ে ফিরবে, নিশ্চিত বাংলাদেশি কোচ গল টেস্টের দুই সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর প্রশংসা করেছেন ধনঞ্জয়া। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পথে চতুর্থ উইকেটে ২৬৪ রানের জুটি গড়েন দুজনে। অথচ ৪৫ রানে ৩ উইকেট নিয়ে ভালো শুরু করেছিল শ্রীলঙ্কা। শান্তর পরের ইনিংসেও সেঞ্চুরি করেন। সেই বিষয় নিয়েই তিনি বলেছেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক দল। গত কয়েক সিরিজ ধরেই তারা খুব ভালো করছে। এমন উইকেট কাজে লাগাতে হয়। আমরা শুরুতে উইকেট নেওয়ার পরও শান্ত ও মুশফিক খুব ভালো করেছে, প্রয়োজনীয় রান তুলে ম্যাচে দাপট দেখিয়েছে।’

Comments