বয়স ৩৮ হলেও ক্রিকেটে চাহিদা কমেনি সাকিব আল হাসানের। তা না হলে একের পর এক ফ্র্যাঞ্চাইজিতে ডাক পেতেন না তিনি। সেই ধারাবাহিকতায় এবার ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে সুযোগ পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্যারিবিয়ান লিগ কর্তৃপক্ষই।
ইনস্টাগ্রামে বাংলাদেশের সাবেক অধিনায়কের ছবি পোস্ট করেছে ম্যাক্স সিক্সটি লিগ কর্তৃপক্ষ। তবে কোন দলে খেলবেন তা জানা যায়নি। সাকিব নিজেও অবশ্য বিষয়টি এখনো নিশ্চিত করেননি।