জ্বরের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। গল টেস্টে না পেলেও কলম্বোয় অলরাউন্ডারকে পাচ্ছে বাংলাদেশ। তাকে পেয়ে খুশি ফিল সিমন্স। বাংলাদেশি কোচ জানিয়েছেন, মিরাজ একাদশে থাকলে দলের গভীরতা বাড়বে।
মিরাজের বিষয়ে কলম্বো টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘এই মুহূর্তে সে (মিরাজ) বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার। ব্যাট-বল উভয় দিকে আমাদের গভীরতা বাড়বে। একই সময় অন্যদেরও কিছু না কিছু করা প্রয়োজন। মিরাজ যা করে তাই করবে।
একই সঙ্গে অন্যদেরও তাকে সমর্থন দিতে হবে।’
আরো পড়ুন
বিজয় শক্তিশালী হয়ে ফিরবে, নিশ্চিত বাংলাদেশি কোচ
বিজয় শক্তিশালী হয়ে ফিরবে, নিশ্চিত বাংলাদেশি কোচ
আগামীকাল কলম্বোর একাদশে তিন পেসার নাকি স্পিনারদের ওপর ভরসা রাখবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিমন্স। তিনি বলেছেন, ‘আমরা কী সিদ্ধান্ত নেব তার ওপর এটা নির্ভর করছে। আমরা তিন জন পেসার নিয়ে খেলব নাকি স্পিনারদের ওপর ভরসা রাখব সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
’
গল টেস্টে ৫ উইকেট নেওয়া নাঈম হাসান থাকবেন কি না—এমন প্রশ্নের উত্তরে সিমন্স বলেছেন, ‘আমরা এখানে এসেছি এবং এখানকার উইকেট এবং কন্ডিশন মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। প্রথম টেস্টে আমরা ভালো খেলেছি। নাঈমকে ছেড়ে দেওয়া কঠিন। তবে আমাদের জানতে হবে এমনটাই ঘটতে যাচ্ছে। আমাদের নিশ্চিত করতে হবে সবাই একই জায়গা আছে এবং যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সবাইকে বুঝতে হবে যে দলের ভালোর জন্যই নেওয়া হয়েছে।