ঢাকা, বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৭

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কারা ফি...
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কারা ফিরলেন, কারা বাদ পড়লেন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কারা ফিরলেন, কারা বাদ পড়লেন

বুধবার ২৫ জুন ২০২৫ Admin Admin ২২ views
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন। ১৬ সদস্যের স্কোয়াডে বড় চমক না্ঈম শেখের নাম। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনার দুই বছর পর আবারও বাংলাদেশ ওয়ানডে দলে ফিরেছেন। ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজের পর নাইম ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন। কিন্তু সাম্প্রতিক বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাকে আবারও দলে নেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফেরার সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী ও ইনজুরি কাটিয়ে ফিরে আসা পেসার তাসকিন আহমেদ। তাসকিন দীর্ঘ সময় ইনজুরির সাথে লড়াই করছিলেন। দলে অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তার। ওপেনিংয়ে নাইম শেখের সঙ্গে আছেন তানজিদ তামিম ও নতুন মুখ পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও শামীম পাটোয়ারী। দুই উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলী অনিক ও লিটন দাস। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম, আর পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও হাসান মাহমুদ। তবে আলোচনায় থাকা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের জায়গা হয়নি স্কোয়াডে। বাদ পড়েছেন সৌম্য সরকারও। প্রধান নির্বাচক জানিয়েছেন, সৌম্যের পিঠের পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠার কারণে তাকে দলে রাখা হয়নি। ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই। ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Comments