ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২৪ বোতল বিদেশি মদ ও ৭ কেজি ৬০০ গ্রাম গাজাসহ বিধান মিয়া (৬৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ জুন) বেলা আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি হতে মাদক কারবারি মৃত মঙ্গল মিয়ার ছেলে বিধান মিয়ার কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ এবং ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। এ সময় বিধান মিয়ার ছেলে লিটন মিয়া পালিয়ে যান।
আরো পড়ুন
তিন পরিবর্তন নিয়ে আজ রাতে মায়ানমার যাচ্ছে বাংলাদেশ
তিন পরিবর্তন নিয়ে আজ রাতে মায়ানমার যাচ্ছে বাংলাদেশ
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘মাদকের ব্যপারে আমরা জিরো টলারেন্সে আছি। মরিচাকান্দিতে আসামি গ্রেপ্তার করতে আমাদের বহু কষ্ট হয়েছে, কারণ এটি চরাঞ্চল। তবু্ও খবর পেয়ে পুলিশ মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিধান মিয়া ও তার ছেলে দুজনকেই মাদক মামলায় আসামি করা হয়েছে।