ঢাকা, বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৭

সংকেত অমান্য করা বাইক ধরতে গিয়ে পা হারাল...
সংকেত অমান্য করা বাইক ধরতে গিয়ে পা হারালেন পুলিশ সদস্য

সংকেত অমান্য করা বাইক ধরতে গিয়ে পা হারালেন পুলিশ সদস্য

মঙ্গলবার ২৪ জুন ২০২৫ Admin Admin ২১ views
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চেকপোস্টে সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় এক মোটরসাইকেলচালককে ধরতে গিয়ে ট্রাকচাপায় মোহাম্মদ আলাউদ্দিন নামের এক পুলিশ সদস্য ডান পা হারিয়েছেন। রবিবার (২২ জুন) লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এক পা হারানো লোহাগাড়া থানার পুলিশ কনস্টেবল আলাউদ্দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছেন, শঙ্কামুক্ত হলেও এক পা হারিয়ে পঙ্গু হয়ে গেছেন পুলিশ সদস্য আলাউদ্দিন। আরো পড়ুন শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি আলাউদ্দিন চমেক হাসপাতালের ২৬ নং অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসাধীন। গত রবিবার রাতে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। জানতে চাইলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. কাউছারুল মতিন কালের কণ্ঠকে বলেন, ‘তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রক্তশূন্যতার কারণে তাকে তিন ইউনিট রক্ত দিতে হয়েছে। তার আরো একটা অস্ত্রোপচার করা লাগতে পারে।’ শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাইলে ডা. কাউছারুল মতিন বলেন, ‘এখন শঙ্কামুক্ত। তবে তিনি পঙ্গু হয়ে গেছেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর কৃত্রিম পা লাগতে পারে। ’ আরো পড়ুন ২৮ যাত্রী নিয়ে মেঘনায় ডুবল স্পিডবোট ২৮ যাত্রী নিয়ে মেঘনায় ডুবল স্পিডবোট চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের তথ্য পেয়ে আটকানোর জন্য লোহাগাড়া থানা পুলিশ মহাসড়কে চেকপোস্টে বসিয়ে তল্লাশি করছিল। সেখানে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু সেটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে চলে যায়। একই গতিতে পেছনে আরেকটি মোটরসাইকেল আসছিল। সেটিও সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করেন। ’ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, মহাসড়কের এক পাশে পুলিশের একটি দল দাঁড়িয়ে ছিল। সে সময় ধীরগতিতে একটি ট্রাক অতিক্রম করছিল, ট্রাকের পেছনে ছিল একটি মোটরসাইকেল। রাস্তার পাশে পানির বোতল হাতে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেলকে থামার সংকেত দেন। ওই সময় সাদা পোশাক পরা এক পুলিশ সদস্য দৌড়ে রাস্তার অপর প্রান্তে যান মোটরসাইকেলটি আটকাতে। কিন্তু মোটরসাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। তার পেছনে থাকা আরেকটি একটি মোটরসাইকেল ছিল। পুলিশ সদস্যরা দ্বিতীয় মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। ওই সময় মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য দৌড়ে গিয়ে মোটরসাইকেলের পেছনে বসা যুবককে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকের পাশে পড়ে যায়। তখন আগের মোটরসাইকেল ধরতে রাস্তার বিপরীতে যাওয়া পুলিশ সদস্য দৌড়ে এসে মোটরসাইকেলচালককে জড়িয়ে ধরার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাকার নিচে তিনি চাপা পড়েন। ভিডিওতে দেখা গেছে ট্রাকের নিচ থেকে আহত পুলিশ সদস্যকে বের করা হয়।

Comments