ঢাকা, বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৮ সফর ১৪৪৭

মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, যা...
মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, যা জানা গেল

মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে মারধর, যা জানা গেল

মঙ্গলবার ২৪ জুন ২০২৫ Admin Admin ৪২ views
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার ব্যবসায়ী আলী আজম মানিকের ওপর নাসিম ভুঁইয়া নামে এক ব্যক্তি হামলা করেছেন। ইতিমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হামলার ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক অভিযুক্ত নাসিম ভুঁইয়ার (৪৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরো পড়ুন গ্রাহকের টাকা নিয়ে ব্যাংকের বুথ উধাও গ্রাহকের টাকা নিয়ে ব্যাংকের বুথ উধাও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঘিওর বাসস্ট্যান্ডে ‘মানিক কম্পিউটার’ নামের একটি দোকান চালান। অভিযুক্ত নাসিম একই এলাকার বাসিন্দা। তিনি প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে গিয়ে কাজ করিয়ে বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা দাবি করলে নাসিম দোকান বন্ধ করে দেওয়া, ব্যবসা না করতে দেওয়ার হুমকি প্রদান করতেন। গতকাল সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ওই দোকানে আসেন নাসিম। দোকানে এসে তিনি ফের জরুরি কাজ করে দেওয়ার দাবি জানান। এ সময় দোকানি ব্যস্ত থাকায় অপেক্ষা করতে বললে রেগে যান নাসিম। তিনি মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া ও অকথ্য ভাষায় গালি দেন। এ সময় মানিক তাকে গালাগাল থেকে বিরত থাকতে অনুরোধ করলে তিনি তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও থাপ্পড় মারেন। আরো পড়ুন বিএনপির সম্মেলনে আ. লীগ নেতার পক্ষে মহড়া ও স্লোগান বিএনপির সম্মেলনে আ. লীগ নেতার পক্ষে মহড়া ও স্লোগান এ সময় মানিকের চিৎকার শুনে আশপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হামলার সময় অভিযুক্ত ব্যক্তি দোকানে থাকা একটি কম্পিউটারের মনিটর ভেঙে ফেলেন, এর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। আলী আজম মানিক বলেন, ‘বিভিন্ন সময় নাসিম আমাকে দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেননি। তার কাছে টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং বাইরে গিয়ে তিনজন লোকের সঙ্গে পরামর্শ করেন। এরপর আবারও দোকানে এসে আমার দাড়ি ধরে টানাটানি করেন এবং মারধর করেন। আমি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।’ আরো পড়ুন বিয়ের আশ্বাসে সম্পর্কের পর যুবক বললেন, ‘তোমাকে নিয়ে ফুর্তি করেছি’ বিয়ের আশ্বাসে সম্পর্কের পর যুবক বললেন, ‘তোমাকে নিয়ে ফুর্তি করেছি’ এদিকে মো. নাসিম ভুঁইয়া তার অপরাধ স্বীকার করে বলেন, ‘মানিক মিয়া টাকা বেশি দাবি করেছিলেন। আমি এর প্রতিবাদ করার পর তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে আমি মেজাজ হারিয়ে তার গায়ে হাত তুলি।’ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনুর মিয়া জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments